1/ 4


সোহিনী সরকার। লাল টিপ, মোটা সিঁদুর, আটপৌরে শাড়িতে তাঁর সত্যবতী-র লুক বাঙালি র্দশকের বেজায় পছন্দের! কিন্তু এবার তিনি ছক ভাঙলেন! সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর বেশকিছু খোলামেলা ছবি দেখে নেটিজেনদের চোখ কপালে! একাংশ যেমন পছন্দ করেছেন, অনেকেই তীব্র সমালোচনা করেছেন সোহিনীর।
3/ 4


ছবিতে লাইকের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে ঠিকই, কিন্তু নেটিজেনদের অনেকেই সোহিনীর এহেন অবতার পছন্দ করেননি, আর তা কমেন্ট বক্স দেখলেই স্পষ্ট বোঝা যায়!