গা ভর্তি গয়না, নীল লেহেঙ্গা, বিয়ের সাজে বিয়ের আসরে ফ্রেমবন্দি বাঙালি নায়িকা পায়েল সরকার। সম্প্রতি, পায়েলের এমনই একটি ছবি প্রকাশ্যে এসেছে। আর তারপরই শুরু হয়েছে শোরগোল... তাহলে কি গোপনে বিয়েটা করেই নিলেন পায়েল ?
2/ 5
মাথায় টিকলি-টায়রা, কানে ঝুমকো, গলায় রাজস্থানী ধাঁচের কুন্দনের নেকলেস... বিয়ের সাজে ধরা দিলেন বাঙালি অভিনেত্রী পায়েল সরকার
3/ 5
বিয়ের আসরে বিয়ের সাজে পায়েল, পাশে বরের বেশে টেলি তারকা জয়ী দেব রয়। তাঁদের ঘিরে বেশ বড় জটলা। তাঁদের মধয়ে রয়েছেন জনপ্রিয় পরিচালকদ্বয় সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহও।
4/ 5
একটু খোলসা করেই বলা যাক ! সত্যিই বিয়েটা করে ফেলেননি পায়েল। সম্প্রতি, সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহর ছবি 'বিয়ে ডট কম'-এর শ্যুটিং শেষ করেছেন পায়েল সরকার।ছবিতে পায়েলের স্বামীর চরিত্রে দেখা যাবে টেলি তারকা জয়ী দেব রয়কে।
5/ 5
ছবির শ্যুটিং শেষের কিছু মুহূর্তে ট্যুটারে শেয়ার হয়। ছবিতে রয়েছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়ও।
গা ভর্তি গয়না, নীল লেহেঙ্গা, বিয়ের সাজে বিয়ের আসরে ফ্রেমবন্দি বাঙালি নায়িকা পায়েল সরকার। সম্প্রতি, পায়েলের এমনই একটি ছবি প্রকাশ্যে এসেছে। আর তারপরই শুরু হয়েছে শোরগোল... তাহলে কি গোপনে বিয়েটা করেই নিলেন পায়েল ?
একটু খোলসা করেই বলা যাক ! সত্যিই বিয়েটা করে ফেলেননি পায়েল। সম্প্রতি, সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহর ছবি 'বিয়ে ডট কম'-এর শ্যুটিং শেষ করেছেন পায়েল সরকার।ছবিতে পায়েলের স্বামীর চরিত্রে দেখা যাবে টেলি তারকা জয়ী দেব রয়কে।