প্রথমে এ নিয়ে মুখ না খুললেও, পরে দুরন্ত জবাব দিয়েছিলন নুসরত৷ তিনি জানিয়েছিলেন যে মনুষ্যত্বই সব থেকে বড়৷ ধর্মের নামে বিভাবজন মানুষ করে, কোনও ঈশ্বর এই বিভেদ সৃষ্টি করেননি৷ তাই তো ইসকনের রথযাত্রায় তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ Photo Courtesy: Instagram