প্রথমে লকডাউনের ক্লান্তি, তারপর শুটিংয়ের ব্যস্ততা... সব কাটিয়ে দিন কয়েকের ছুটিতে মন্দরামণিতে ছুটি কাটাতে গিয়েছেন ‘চিনি’র মা ওরফে বাঙালির প্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সাধারণর অপরাজিতাকে সাবেকী পোশাকেই দেখা যায়, কিন্তু বেড়াতে গিয়ে তিনি ফ্রেমবন্দি এক্কেবারে অন্য অবতারে! মন্দারমণির সিসর্টে সুইমিং পুলে সুইম স্যুটে জলকেলিতে মাতলেন অভিনেত্রী!