

• সদ্যই চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারে এসেছে খুশির খবর । গত শনিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর দুপুর নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাবা হয়েছেন পরিচালরক রাজ চক্রবর্তী । ছবি: ইনস্টাগ্রাম ।


• আর তারপরেই গোটা বিনোদন জগত তাঁদেরকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছে । রাজশ্রী’র ভক্তরাও তাঁদের শুভ কামনা জানাতে ভোলেননি । ছবি: ইনস্টাগ্রাম ।


• সন্তান জন্মানোর কয়েক ঘণ্টার মধ্যেই শুভশ্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সদ্যোজাতর প্রথম ছবি শেয়ার করেন ৷ জানান, ছেলের নাম YuvaanChakraborty ৷ শুভশ্রী ছেলের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, '' We are blessed with a baby boy!! YUVAAN says “Hello” to you all ...।'' ছবি: ইনস্টাগ্রাম ।


• তবে ইউভানের জন্মের কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় তার নামে ভুযো অ্যাকাউন্টে । বাধ্য হয়েই ময়দানে নামতে হয় রাজকে । সকলকে তিনি অনুরোধ করেন, ইউভান খুই ছোট । তাকে নিয়ে যেন এমন কাজ মানুষ না করেন । ছবি: ইনস্টাগ্রাম ।


• গতকাল হাসপাতালের বেড থেকেই মিষ্টি পোস্ট করেছিলেন শুভশ্রী । সকালের নরম রোদে ইউভানকে কোলে নিয়ে বসে থাকার একটি ছবি পোস্ট করেন তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।


• আবার ইনস্টাগ্রামের স্টোরিতে কফি মগ নিয়ে একটি ছবিও পোস্ট করেন নায়িকা । আর এর সঙ্গে ছিল রাজের দেওয়া মিষ্টি চুমুর ভিডিওটিও । ছবি: ইনস্টাগ্রাম ।


• বুধবার সকালে শুভশ্রী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কৃতজ্ঞতা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষকে । পার্কস্ট্রিটের একটি নামকরা বেসরকারি হাসপাতালে জন্মেছে ইউভান । কোভিড পরিস্থিতেও হাসাপাতালের তরফে এত সুন্দর পরিষেবা পেয়ে দারুণ খুশি নায়িকা। ছবি: ইনস্টাগ্রাম ।