ইউভানকে রেখেই আউটিং প্ল্যান, গাড়ির মধ্যেই রাজের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন শুভশ্রী, ঘনিষ্ঠ ছবি ভাইরাল...
শুভশ্রীও একটি বুমেরাং স্টোরিও শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির মধ্যেই রাজের ঠোঁটে ঠোঁট ছোঁয়াচ্ছেন শুভশ্রী। লজ্জায় তখন ব্লাশ করছেন রাজ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...


*ছেলেকে বাড়িতে রেখেই আউটিং প্ল্যান। দুপুরে গাড়ি করে বেরিয়ে পড়েন রাজ-শুভশ্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ এবং শুভশ্রী দুজনেই। ছবি: ইনস্টাগ্রাম।


*রাজ তো বটেই, শুভশ্রীও একটি বুমেরাং স্টোরিও শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির মধ্যেই রাজের ঠোঁটে ঠোঁট ছোঁয়াচ্ছেন শুভশ্রী। লজ্জায় তখন ব্লাশ করছেন রাজ। ছবি: ইনস্টাগ্রাম।


*ছবিতে দেখা গিয়েছে এ দিন দু-জনেরই পরনে সাদা জামা এবং নীল জিন্স। রিপড জিন্স ‘সেক্সি মাম্মা’ শুভশ্রীকে আর মোহময়ী করে তুলেছে। সেইসঙ্গে চোখে দিয়েছেন কালো শেডের সানগ্লাস। রাজের চোখে সাদা ফ্রেমের চশমা। ছবি: ইনস্টাগ্রাম।


*জন্মের পর থেকেই ছোট্ট ইউভান সেলিব্রিটি। তারকা বাবা-মায়ের থেকে একরত্তির জনপ্রিয়তা কোনও অংশে কম নয়। আর সেই স্টারডম ছেলেকে দিতে বিন্দুমাত্র পিছপা হন না রাজ-শুভশ্রী। ছবি: ইনস্টাগ্রাম।


*রাজ শুভশ্রীর বিয়ের পর থেকে তাঁদের দাম্পত্যের রসায়ন সবসময়ই অনুরাগীদের নজর কাড়ে। রাজ এবং শুভশ্রী দু-জনে দুজনকে যেভাবে আগলে রাখেন, তা নজর লাগার মতোই। কিন্তু শত্রুদের মুখে ছাই দিয়ে ভালই আছেন দু'জনে। তারওপর সেপ্টেম্বরে পরিবারে এসেছে নতুন অতিথি। তাঁকে নিয়ে এখন সদা ব্যাস্ত নতুন বাবা-মা। ছবি: ইনস্টাগ্রাম।