• প্রেমের দিন ৷ ইতিউতি চোখ মেললেই নজরে পড়বে লভ বার্ডসদের ৷ সকলেই নিজের ভালবাসার মানুষটির সঙ্গে ভেসে গিয়েছেন আজ ৷ বলিউড থেকে টলিউড, সেলেবদের উৎসাহ কোথাও কম নেই ৷ সকলেই দারুণ দারুণ ছবি শেয়ার করছেন ৷ মনের মানুষটিকে নিয়ে লিখে ফেলছেন দু’কলম ৷ কিন্তু নায়িকা পায়েল সরকারের কী হল? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷