• লিখেছেন, ‘‘তখন আর এখন...তবে এটা কোনওরকম চ্যালেঞ্জ নয় । বহু বছর ধরে এটা আমার জার্নি। তবে এটা সকলকে বলতে চাই, আমি তখনও খুব ভাল ছিলাম...ওভার ওয়েট হলেও ফিট ছিলাম, নমনীয় ছিলাম । শুধু একটাই পার্থক্য, হয়তো এখন সামান্য দেখতে ভাল লাগে আমাকে । তবে আমি আমার জীবনের প্রতিটি টুকরো দারুণ এনজয় করি । আমি খাই, পান করি আর ওয়ার্কআউট করি ।’’