*তবে এটা গৌরবের প্রথম বিয়ে নয়। ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতার সঙ্গে প্রেমের পর বিয়ে হয়। তবে বিয়ের পর বাড়তে থাকে মনোমালিন্য। শেষ পরিণতি হয় ডিভোর্স। তবে অতীতকে আকড়ে ধরে তো বাঁচা যায় না। তাছাড়া এক সঙ্গে থেকে ঝামেলা করার থেকে আলাদা থাকাই শ্রেয়। তবে এবার গৌরব মন দিয়েছেন দেবলীনা কুমারকে। ভালবেসে বিয়েও সেরে নিলেন। ছবি: ইনস্টাগ্রাম।
*এ দিনের পার্টিতে উপস্থিত ছিলেন টলিপাড়ার চেনা মুখরা। গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মানালি দে, অভিমন্যু মুখোপাধ্যায়, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, নৃত্যশিল্পী অলকানন্দা রায়, অভিনেত্রী দিতিপ্রিয়া, সন্দীপ্তা সেন, অভিনেতা রাহুল, ভাস্বর, অভিনেত্রী তথা দেবলীনার হবু 'জা' ত্বরিতা চট্টোপাধ্যায়-সহ আরও বহু পরিচিত মুখ। ছবি: ইনস্টাগ্রাম।