হোম » ছবি » বিনোদন » দেবলীনার ঠোঁটে ঠোঁটচাপা চুমু গৌরবের, আংটি বদল-কেক কাটা, গ্র্যান্ড রিসেপশনের নানা মুহূর্ত ভাইরাল...

দেবলীনার ঠোঁটে ঠোঁটচাপা চুমু গৌরবের, আংটি বদল-কেক কাটা, গ্র্যান্ড রিসেপশনের নানা মুহূর্ত ভাইরাল...

  • Bangla Editor

  • 16

    দেবলীনার ঠোঁটে ঠোঁটচাপা চুমু গৌরবের, আংটি বদল-কেক কাটা, গ্র্যান্ড রিসেপশনের নানা মুহূর্ত ভাইরাল...

    *সাত পাকে বাঁধা পড়েছেন উত্তমকুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং দেবাশিস কুমারের একমাত্র মেয়ে দেবলীনা কুমার। ৯ ডিসেম্বর বিয়ের পর মঙ্গলবার সন্ধ্যায় ছিল পার্টি। বাইপাসের ধারে পি সি চন্দ্র গার্ডেন সেই উপলক্ষে সেজে উঠেছিল আলোয় আলোয়। ছবি: সংগৃহীত।

    MORE
    GALLERIES

  • 26

    দেবলীনার ঠোঁটে ঠোঁটচাপা চুমু গৌরবের, আংটি বদল-কেক কাটা, গ্র্যান্ড রিসেপশনের নানা মুহূর্ত ভাইরাল...

    *দেবলীনার বাবা এবং মা, অর্থাৎ দেবাশিস কুমার  এবং দেবযানী কুমারের উদ্যোগেই এই পার্টির আয়োজন করা হয়। যেখানে গৌরবকে প্যান্ট, স্যুটে দেখা গিয়েছে। দেবলীনা হাজির হন দুধসাদা ক্যাথলিক গাউনে। ছবি: ইনস্টাগ্রাম।

    MORE
    GALLERIES

  • 36

    দেবলীনার ঠোঁটে ঠোঁটচাপা চুমু গৌরবের, আংটি বদল-কেক কাটা, গ্র্যান্ড রিসেপশনের নানা মুহূর্ত ভাইরাল...

    *তিন রকম মতেই বিয়ে করলেন গৌরব-দেবলীনা। ৯ ডিসেম্বর হিন্দু শাস্ত্রমতে বিয়ে করেন তাঁরা। ১৩ ডিসেম্বর ইসলাম মতে ফের বিয়ে হয়। ‘সঙ্গীত’- হয়েছে নিকট আত্মীয়, বন্ধুদের নিয়ে। আর এবারে বিয়ে সারলেন খ্রীস্টান মতে। এ দিন সন্ধ্যায় ফাদার এসে আশীর্বাদ করে যান নবদম্পতিকে।  ছবি: ইনস্টাগ্রাম।

    MORE
    GALLERIES

  • 46

    দেবলীনার ঠোঁটে ঠোঁটচাপা চুমু গৌরবের, আংটি বদল-কেক কাটা, গ্র্যান্ড রিসেপশনের নানা মুহূর্ত ভাইরাল...

    *তবে এটা গৌরবের প্রথম বিয়ে নয়। ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতার সঙ্গে  প্রেমের পর বিয়ে হয়। তবে বিয়ের পর বাড়তে থাকে মনোমালিন্য। শেষ পরিণতি হয় ডিভোর্স। তবে অতীতকে আকড়ে ধরে তো বাঁচা যায় না। তাছাড়া এক সঙ্গে থেকে ঝামেলা করার থেকে আলাদা থাকাই শ্রেয়। তবে এবার গৌরব মন দিয়েছেন দেবলীনা কুমারকে। ভালবেসে বিয়েও সেরে নিলেন।  ছবি: ইনস্টাগ্রাম।

    MORE
    GALLERIES

  • 56

    দেবলীনার ঠোঁটে ঠোঁটচাপা চুমু গৌরবের, আংটি বদল-কেক কাটা, গ্র্যান্ড রিসেপশনের নানা মুহূর্ত ভাইরাল...

    *গায়ে হলুদ থেকে বৃদ্ধি...সব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেবলীনা। যা ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। এ দিন দেবলীনার ঠোঁটে ঠোঁট রেখে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে গৌরবকে। পার্টিতে কেক কাটিং সেরিমনি থেকে আংটি বদল সবটাই সেরে নেন কাছের মানুষদের উপস্থিতিতে। ছবি: সংগৃহীত।

    MORE
    GALLERIES

  • 66

    দেবলীনার ঠোঁটে ঠোঁটচাপা চুমু গৌরবের, আংটি বদল-কেক কাটা, গ্র্যান্ড রিসেপশনের নানা মুহূর্ত ভাইরাল...

    *এ দিনের পার্টিতে উপস্থিত ছিলেন টলিপাড়ার চেনা মুখরা। গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মানালি দে, অভিমন্যু মুখোপাধ্যায়, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, নৃত্যশিল্পী অলকানন্দা রায়, অভিনেত্রী দিতিপ্রিয়া, সন্দীপ্তা সেন, অভিনেতা রাহুল, ভাস্বর, অভিনেত্রী তথা দেবলীনার হবু 'জা' ত্বরিতা চট্টোপাধ্যায়-সহ আরও বহু পরিচিত মুখ। ছবি: ইনস্টাগ্রাম।

    MORE
    GALLERIES