হোম » ছবি » বিনোদন » জন্মদিনে পাত পেড়ে খেলেন অপরাজিতা! সাবেকি ও ওয়েস্টার্ন সাজে ধরা দিলেন অভিনেত্রী

জন্মদিনে পাত পেড়ে খেলেন অপরাজিতা! সাবেকি ও ওয়েস্টার্ন দুই সাজেই ধরা দিলেন অভিনেত্রী

  • Bangla Editor

  • 18

    জন্মদিনে পাত পেড়ে খেলেন অপরাজিতা! সাবেকি ও ওয়েস্টার্ন দুই সাজেই ধরা দিলেন অভিনেত্রী

    আজ জন্মদিন অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। টলিউডের হাসিখুশি ও শক্তিশালী অভিনেত্রী হিসেবেই তিনি পরিচিত। ৪৩ বছর বয়সে পা রাখলেন অপরাজিতা। তাঁর ভক্তের সংখ্যা গুনে শেষ করা যাবে না। তাই সোশ্যাল মিডিয়া জুড়ে আজ শুধু অপরাজিতার জন্যই বার্থডে উইশ।

    MORE
    GALLERIES

  • 28

    জন্মদিনে পাত পেড়ে খেলেন অপরাজিতা! সাবেকি ও ওয়েস্টার্ন দুই সাজেই ধরা দিলেন অভিনেত্রী

    অভিনেতা ছাড়াও অপরাজিতার ভক্তরা এদিন তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। জন্মদিন উপলক্ষে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অপরাজিতা।

    MORE
    GALLERIES

  • 38

    জন্মদিনে পাত পেড়ে খেলেন অপরাজিতা! সাবেকি ও ওয়েস্টার্ন দুই সাজেই ধরা দিলেন অভিনেত্রী

    একেবারে সাবেকি কায়দায় যেমন জন্মদিন উদযাপন হয়েছে, পাশাপাশি পার্টিও হয়েছে। দুই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।

    MORE
    GALLERIES

  • 48

    জন্মদিনে পাত পেড়ে খেলেন অপরাজিতা! সাবেকি ও ওয়েস্টার্ন দুই সাজেই ধরা দিলেন অভিনেত্রী

    পরিবারের সঙ্গে পাত পেড়ে কবজি ডুবিয়ে খাবার খেয়েছেন অপরাজিতা। মেনুতে জন্মদিনের জন্যই ছিল পাঁচ রকমের ভাজার সঙ্গে আরও নানা রকম পদ।

    MORE
    GALLERIES

  • 58

    জন্মদিনে পাত পেড়ে খেলেন অপরাজিতা! সাবেকি ও ওয়েস্টার্ন দুই সাজেই ধরা দিলেন অভিনেত্রী

    খাওয়া শুরুর আগে বাড়ির গুরুজনেরা একে একে আশীর্বাদ করেন অপরাজিতাকে। সেই ছবিও শেয়ার করেছেন তিনি।
    আর তাদের ছবি শেয়ার করে ক্যাপশনে অপরাজিতা লিখেছেন, এই জন্মদিনে একটাই প্রার্থনা ইশ্বর এর কাছে এই আশীর্বাদ করার মানুষ গুলো যেনো সবসময়ই কাছে থাকে।

    MORE
    GALLERIES

  • 68

    জন্মদিনে পাত পেড়ে খেলেন অপরাজিতা! সাবেকি ও ওয়েস্টার্ন দুই সাজেই ধরা দিলেন অভিনেত্রী

    পরিবারের সঙ্গে খাওয়াদাওয়ায় অপরাজিতাকে একটি আকাশি রঙের শাড়ি ও তার সঙ্গে মানানসই গয়না পরতে দেখা গিয়েছে।

    MORE
    GALLERIES

  • 78

    জন্মদিনে পাত পেড়ে খেলেন অপরাজিতা! সাবেকি ও ওয়েস্টার্ন দুই সাজেই ধরা দিলেন অভিনেত্রী

    অন্যদিকে পার্টিতে একটি বিরাট কেক কেটেছেন অভিনেত্রী। সেখানেও পরিজনেরা উপস্থিত ছিলেন। অপরাজিতাকে একটি কালো রঙের গাউন পরতে দেখা যায়। পার্টিতে ব্যবস্থা ছিল শ্যাম্পেনরেও।

    MORE
    GALLERIES

  • 88

    জন্মদিনে পাত পেড়ে খেলেন অপরাজিতা! সাবেকি ও ওয়েস্টার্ন দুই সাজেই ধরা দিলেন অভিনেত্রী

    একটি ছবিতে অপরাজিতাকে শ্যাম্পেনের বোতল খুলতে দেখা যায়। প্রসঙ্গত, সম্প্রতি চিনি ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী।

    MORE
    GALLERIES