1/ 5


•২০২১-র প্রথম দিনেই রেজিস্ট্রি বিয়েটা সেরে ফেলেছেন। এখন সামাজিক বিয়ের জন্য অপেক্ষা। তার আগে এখন চলছে আইবুড়ো ভাতের পালা। একেবারে পাত সাজিয়ে বসে আইবুড়ো ভাত খাচ্ছেন ওম-মিমি।
2/ 5


•পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সেরেছেন। এখন বন্ধু ও আত্মীয়দের বাড়িতে থাকছে আইবুড়ো ভাতের আমন্ত্রণ। এখনও সামাজিক বিয়ের দিন কবে, সেটা জানা যায়নি।
3/ 5


•২০১১ -এ পরিচয় হয়েছিল ওম সাহানি ও মিমি দত্তের। ধারাবাহিক 'আলোর বাসা'-এ কাজ করতে গিয়ে তাঁদের আলাপ। তখন থেকেই দু’জনের দু’জনকে ভালোলাগে। পরে অবশ্য বহুদিন তাঁদের যোগাযোগ ছিল না।২০১৭তে ফের দেখা হয়। তারপরই ওম-মিমির পুরনো সেই ভালোলাগা ভালোবাসায় বদলে যায়।