

বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন নুসরত৷ চলছে তার চিকিৎসা ৷ Photo Courtesy: Instagram


দীর্ঘদিন ধরেই হাঁপানির সমস্যা রয়েছে অভিনেত্রীর৷ সেই সমস্যা বেড়ে যাওয়াতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ICU-তে রয়েছেন তিনি৷ Photo Courtesy: Instagram


গতকাল অর্থাৎ রবিবার তার স্বামী নিখিলের জন্মদিন ছিল৷ পার্টিও চলছিল৷ সেখানে অসুস্থবোধ করেন নুসরত৷ এমনই জানা গিয়েছে৷ তারপরই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়৷Photo Courtesy: Instagram


মনে করা হচ্ছে যে ওধুষ তিনি খেতেন সেটারই পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে এই সমস্যা৷ Photo Courtesy: Instagram


আপাতত নায়িকার অবস্থা স্থিতিশীল, জানিয়েছেন চিকিৎসকেরা৷ তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ Photo Courtesy: Instagram


নায়িকার দ্রুত আরোগ্য কামনা করে সাংবাদমাধ্যমের সাহায্য প্রার্থনা করেছেন তার ঘনিষ্ঠরা৷ Photo Courtesy: Instagram