• টলিউডে এখন একের পর এক বিয়ের ফুল ফুটছে । আগামী ডিসেম্বরেই শুভ পরিণয় হতে চলেছে ‘রানি রাসমণী’র মথুরবাবু ওরফে উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের । এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গৌরব । ছবি-ইনস্টাগ্রাম ।
2/ 6
• পাত্রীর পরিচয়ও প্রায় সকলেরই জানা । তিনিও অভিনেত্রী এবং ডান্সার । এ বছরই দেবলীনা কুমারের সঙ্গে চার হাত এক হবে গৌরবের । ছবি-ইনস্টাগ্রাম ।
3/ 6
• ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বিয়ে হয়েছিল গৌরবের। তিন বছর পর ভেঙে যায় সেই সম্পর্ক। অতীতের কথা ভুলে এ বার নতুন পথে হাঁটতে চলেছেন গৌরব। দেবলীনা কুমারের সঙ্গে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন গৌরব । নিজেদের ভালবাসার কথা থোলাখুলিই স্বীকার করেছেন এই সেলেব জুটি । ছবি-ইনস্টাগ্রাম ।
4/ 6
• প্রথমে পরিকল্পনা ছিল ২৫ ডিসেম্বর ঘটনা করে বিয়ের আসর বসাবেন । কিন্তু করোনাকালে তা প্রায় অসম্ভব । তাই পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে, খুব ছিমছাম করে ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দেবলীনা-গৌরব । ছবি-ইনস্টাগ্রাম ।
5/ 6
• বিয়ের আর বেশি দেরি নেই । তাই শুরু হয়ে গিয়েছে আইবুড়োভাত খাওয়ার পালা । দীর্ঘদিন ধরেই জনপ্রিয় ধারাবাহিক ‘রানি রাসমণী’তে মথুরবাবুর চরিত্র অভিনয় করছেন গৌরব । তাঁর চরিত্রটি দর্শদের কাছেও তুমুল জনপ্রিয় ।
6/ 6
• তাই বিয়ের আগে প্রথম আইবুড়ো ভাত খাওয়া শুরু হল তাঁর রিল লাইফের স্ত্রী’র কাছ থেকে । এ বার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলা হচ্ছে । হ্যাঁ ঠিকই ধরেছেন রাসমণী’র ছোটখুকি অর্থাৎ রোশনি ভট্টাচার্য্যের বাড়িতে আইবুড়োভাত খেলেন পর্দার স্বামী মথুরবাবু । ছবি-ইনস্টাগ্রাম ।