

•রান্নাঘর খ্যাত সুদীপা বিধোঁলেন নাক৷ আর সেই ছবি নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়৷ আদ্যপান্ত বাঙালি ঘরণী ছাপ রয়েছে তাঁর মুখে, যাকে এককথায় লক্ষ্মীশ্রীও বলে৷৷ সেই চট্টোপাধ্যায় বাড়ির ঘরণীর মন যেন একটু চঞ্চল হল! যার ফল নাকে এই ছোট্ট ছিদ্র, মানে নোজ পিয়ারসিং!


•নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন বিশিষ্ট অ্যাঙ্কার৷ সেখানে যেমন থাকে তাঁর পরিবার, সন্তানের ছবি, তেমনই থাকে তাঁর কর্মক্ষেত্রের ছবি৷


•হরেক রকমের রান্না নিয়ে তাঁর অনুষ্ঠান খুবই জনপ্রিয়৷ সুস্বাদু সব পদ এবং তার প্রণালী তিনি নিয়ে আসেন দর্শকদের সামনে৷ সঙ্গে অবশ্যই সুদীপার মন মাতানো সঞ্চলনা দেখতে পছন্দ করেন বহু মানুষ৷ তাঁর ইমেজও একদম ঘরের মেয়ের মতোই, যে কারণে এই অনুষ্ঠানে সুদীপার গ্রহণযোগ্যতাও বেশ৷


•কিছুদিন আগে বাড়ির পুজোয়ে তিনি ছিলেন ব্যস্ত৷ কলকাতার বালিগঞ্জ অঞ্চলে চট্টোপাধ্যায় বাড়ির পুজো বিখ্যাত৷ বাড়ির পুজোতে নিময় মেনে সব কাজ করেন সুদীপার সঙ্গে সমানভাবে সামলান অতিথি আপ্যায়নের দিকটাও৷