• পুলিশ সূত্রে খবর, ভানুপ্রিয়া ও তাঁর মা দু’জনেই নাবালিকাদের উপর যথেচ্ছ অত্যাচার চালাতেন ৷ এমনকি তাঁদের দেহে একাধিক অঘাতের চিহ্নও দেখা গিয়েছে ৷ যৌন নির্যাতনের প্রমাণও মিলেছে ৷ ওই নাবালিকার মায়ের দাবি, ভানুপ্রিয়া তাঁকে কথা দিয়েছিলেন মাসিক ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে ৷ কিন্তু শেষ ১৮ মাসে নাকি এক পয়সাও দেওয়া হয়নি তাঁর মেয়েকে ৷