বলিউডের প্রবল জনপ্রিয় তারকা অর্জুন রামপাল প্রথমে মেহর জেসিয়াকা নামের এক মডেলকে বিবাহ করেন। মেহেল ও অর্জুনের দুই কন্যা সন্তানও আছে। কিন্তু বিয়ের ২১ বছর পরেই বিবাহ বিচ্ছেদ হয় দম্পতির। বিবাহবিচ্ছেদের পর অর্জুন দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ান। বান্ধবী গ্যাব্রিয়েলার সঙ্গে বেশ কিছুদিন লিভ-ইনে থাকার পর বিয়ে না করেই এক ছেলের বাবাও হয়েছেন অর্জুন।
বছর খানেক আগে মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন সালমান খানের ভাই আরবাজ খান। দু'জনের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু বিয়ের ১৯ বছর পর বিবাহ বিচ্ছেদ হয় আরবাজ- মালাইকার। বর্তমানে আরবাজ খানকে মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে ডেট করতে শোনা গিয়েছে। বহুবার একসঙ্গে দেখাও গিয়েছে দু'জনকে। বলি পাড়ায় কান পাতলে আরবাজ-আন্দ্রিয়ানাকে লিভ ইনে থাকতেও শোনা যায়।
ফারহান আখতারকে বলিউডের মাল্টিটেলেন্ট তারকা বলা হয়। অভিনেতা, পরিচালক, গায়ক এবং লেখক হিসাবেও পরিচিত ফারহান। ফারহান প্রথম বিবাহ করেন অধুনার সঙ্গে। দু'জনের এক কন্যা সন্তাও হয়। কিন্তু পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। পরে বহু বছর ধরে শিবানী দান্ডেকরের সঙ্গে লিভ-ইনে থাকার পর অবশেষ শিবানীকে ফের বিয়ে করেন ফারহান।