

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রী, সঞ্চালিকা ও টেলিবিশন অভিনেত্রীদের রোজগার অত্যন্ত ভাল ৷ তাঁদের প্রতি মাসের রোজগারের আর্থিক পরিমাণ জানলে কপালে উঠবে চোখ ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷


তেলুগু ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের মধ্যে পয়লা নম্বর সঞ্চালিকা কে? তিনি বহু শোয়ের সঞ্চালনা করেছেন এমন বেশ কিছু শো আছে যা শুধুই অডিও অর্থাৎ শোনা যায় ৷ প্রতিটি অডিও শোয়ের জন্য তিনি পারিশ্রমিক হিসাবে নেন ২ থেকে ২.৫ লক্ষ টাকা ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷


অনসূয়ার আয় প্রতি বিজ্ঞাপনে ২ লক্ষ টাকা করে ৷ টেলিভিশনের শো-এর জন্য নিয়ে তিনি ব্যস্ত থাকেন ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷


রশ্মি গৌতমেরও ফ্যান ফলোয়ার খুব একটা কম নয় ৷ তিনি প্রতিটি ইভেন্টের জন্য মোটা টাকা নেন ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷


বিগ বসের জন্য বিখ্যাত শ্রীমুখী এক লক্ষ টাকার মত একটি শোয়ের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷


এনটিআরের বোন মঞ্জুষা রাখী ছবিতে অভিনয় করেছেন ৷ তাঁর পারিশ্রমিক প্রায় ৫০,০০০ টাকা পর্যন্ত ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷


সঞ্চালিকা শ্যামলা আয় করেন ৪০ হাজার টাকা ৷ তবে সূত্রের খবর ৫০,০০০ টাকা পর্যন্তও তিনি পারিশ্রমিক দাবি করেন ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷


প্রশান্তি সঞ্চালিকা হিসাবে বেশ নাম ডাক করেছেন জানতে পারা গিয়েছে তাঁর পারিশ্রমিক আয়ত্তের মধ্যে ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷


কার্তিকা দীপম ৩০ হাজার টাকা পারিশ্রমিক নেন, অবশ্যে তেলুগু ইন্ডাস্ট্রি সূত্রেই এই খবর ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷


প্রীতি নিগমকে টেলিভিশনে প্রায় সর্বসময়ে দেখতে পাওয়া যায় ৷ ১০ হাজার টাকা পর্যন্ত তাঁর রোজগার ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷