Shahrukh Khan:২০১৮ সালে শাহরুখ খানের জিরো ছবি মুক্তি পেয়েছিল ৷ ৪ বছর পরে ফের ছায়াছবির মূল স্রোতে ফিরেছেন ৷ পাঠান ডাঙ্কি তাঁর পরবর্তী ছবি ৷ ফাইল ছবি ৷
2/ 12
যা নিয়ে রীতিমত উৎসাহিত ভক্তরা তবে এটিও বড় খবর শাহরুখের ভক্তরা জানলে চমকে যাবেন যে শাহরুখ খান এই আসন্ন ছবিগুলির জন্য পারিশ্রমিক প্রায় দ্বিগুণ করে দিয়েছেন ৷ ফাইল ছবি ৷
3/ 12
সংবাদ মাধ্যম সূত্রে খবর শাহরুখ খানের পারিশ্রমিক ১০০ কোটি টাকা ৷ ফাইল ছবি ৷
4/ 12
Aamir Khan: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৷ প্রতিটি ছবিই ভাবনাচিন্তা করেই করেন ৷ তাই আমিরের প্রতিটি ছবিই এক আলাদা পরিচয় বহন করে দর্শক ও ভক্তদের কাছে ৷ ফাইল ছবি ৷
5/ 12
খুব তাড়াতাড়ি আমিরকে দেখতে পাওয়া যাবে তাঁর ছবি লাল সিং চাড্ডাতে ৷ তাঁর ছবির ক্ষেত্রে বললে বলা যেতে পারে একটি ছবির জন্য আমির খান ৭৫-৮০ লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে নেন ৷ ফাইল ছবি ৷
6/ 12
Akshay Kumar: বলিউডের খিলাড়ি, অক্ষয় কুমার তাঁর অভিনয়ের মাধ্যমে ভক্তদের মন জয় করেন বারেবারে ৷ প্রতি বছর অক্ষয়ের ৪-৫ ছবি মুক্তি পায় ৷ ফাইল ছবি ৷
7/ 12
সূত্রের খবর প্রতিটি ছবির জন্য তিনি ১১৭ থেকে ১৩৫ কোটি টাকা দাবি করেন ৷ ফাইল ছবি ৷
8/ 12
Hrithik Roshan: দু'দশকেরও বেশি সময় ধরে ভক্তদের মনে রাজত্ব করে চলেছেন হৃতিক রোশন ৷ ফাইল ছবি ৷
9/ 12
মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হিসাবে তাঁদের কেরিয়ার অন্যতম ভাল হয়েছে ৷ হৃতিকের পারিশ্রমিক ৭৫ কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে প্রধানত ৷ ফাইল ছবি ৷
10/ 12
Salman Khan: বলিউডের ভাইজান সলমন খান ফ্যান ফলোয়ার নিয়ে নতুন করে বলার কিছু নেই ৷ ফাইল ছবি ৷
11/ 12
বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করে বছরের পর বছর তিনি আলোচনার শিরোনামে এসেছেন ৷ ফাইল ছবি ৷
12/ 12
তাঁর আসন্ন ছবিগুলি হল টাইগার ২, কভি ইদ কভি দেওয়ালি, বজরঙ্গি ভাই ২ ৷ সলমন খানেরও প্রতিটি ছবির জন্য পারিশ্রমিক ৭০-৭৫ কোটি টাকা ৷ ফাইল ছবি ৷