

টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি ৷ বিদেশে ঘুরতে গিয়ে যে এমন অবস্থা হবে ভাবেননি ৷ এক কাপ কাপুচিনো এবং এক কাপ চায়ের জন্য তাঁকে বিল ধরানো হল ৭৮,৬৫০


কথা হচ্ছে কমেডিয়ান-অভিনেতা কিকু সারদার ৷ তাঁর অভিনীত জনপ্রিয় চরিত্র ‘পালক’ তো আট থেকে আশি সকলের প্রিয় ৷ তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্ট করা চা-কফির বিল নিয়েই শুরু এমন বিতর্ক ৷


কপিল শর্মা শো-এর অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে গিয়ে একটি হোটেলে এক কাপ চা ও কফির অর্ডার দেন ৷ তারপর যে বিল আসে, তা দেখে চমকে ওঠেন ৷ চা-কফির জন্য তাঁকে গুণে গুণে দিতে হয় ৭৮,৬৫০ ৷


বিলের ছবি নিজের ট্যুইটারে দিয়ে আসল মজা কিকু সারদা নিজেই ফাঁস করেছেন ৷ আসলে বিলে চা ও কফির জন্য যে দাম দেওয়া হয়েছে তা সবটাই ইন্দোনেশিয়ান রূপিতে ৷ ৭৮,৬৫০ ইন্দোনেশিয়ান রূপির মূল্য ভারতীয় টাকায় ৪০০ টাকার সমান ৷ ফলে এটা কোনও বিস্ময়কর বিষয় নয় ৷