

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মাদক-তত্ত্ব উঠে আসতেই এনসিবির জিজ্ঞাসাবাদ শুরু হয় রিয়াকে ৷ এরপরে ক্রমশই রিয়ার জন্য পরিস্থিতি জটিল হতে থাকে ৷ টানা তিনদিন জেরার পরে আজ অর্থাৎ ৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছে রিয়াকে ৷ সূত্রের খবর, মেডিক্যাল টেস্টের পরেই ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে রিয়াকে ৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হতে চলেছে ৷ রিয়াকে গ্রেফতার করার পরে প্রথম ছবি প্রকাশ্য এসেছে ৷ (Photo Credit- Viral Bhayani)


ছবি প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে রিয়া তাঁর দুই হাত গুটিয়ে হেঁটে যাচ্ছেন ৷ কালো রঙের টপ, নীল জিন্স ও মাস্ক পরে আছেন তিনি ৷ পুলিশি ঘেরাটোপের মধ্যে রিয়া ৷ (Photo Credit- Viral Bhayani)


এই নিয়ে টানা তিনদিন অর্থাৎ মঙ্গলবার এনসিবির জেরার মুখোমুখি হয়েছিলেন রিয়া ৷ সকাল সাড়ে ১০ টায় এনসিবি দফতরে হাজির হয়েছিলেন তিনি ৷ (Photo Credit- Viral Bhayani).


এনসিবি গত রবিবার ৬ ঘণ্টা ও সোমবার ৮ ঘণ্টা জেরা করেছে রিয়া চক্রবর্তীকে ৷ সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় তদন্ত করতে গিয়ে এনসিবির হাতে রিয়ার বিরুদ্ধে বেশ কিছু তথ্য এসেছিল যাতে গ্রেফতার করা যায় রিয়াকে ৷ (Photo Credit- Viral Bhayani).


রিয়াকে গ্রেফতারের পর মেডিক্যাল টেস্টের জন্য সায়ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ জেরার মুখে রিয়া স্বীকার করেছেন কোনও কোনও ক্ষেত্রে তিনও ড্রাগ নিয়েছেন ৷ তবে ড্রাগ মাফিয়াদের সঙ্গে সরাসরি তাঁর কোনও যোগাযোগ ছিলনা ৷ লকডাউনের পরে যখন ড্রাগ সরবরাহ বন্ধ হয়েছিল, তখনই রিয়া ভাই শৌভিককে বলে ড্রাগ আনিয়েছিলেন ৷ (Photo Credit- Viral Bhayani).