1/ 8


আবার ভক্তদের অবাক করলেন টেলি অভিনেত্রী নিয়া শর্মা। একের পর এক ছবি দিয়ে ইন্সটাগ্রামে আগুন লাগিয়ে দিলেন তিনি। পরনে কালো অর্ন্তবাস আর সামনে খোলা ম্যাচিং জ্যাকেটে ‘হট’ অবতারে দেখা দিলেন তিনি।
2/ 8


পরের ছবিতেই পুরোটা দেখা যাচ্ছে নিয়াকে। কমব্যাট বুট আর কালো ট্রাউজার তাঁর এই লুক সম্পূর্ণ করেছে।
5/ 8


সব লুক সবাইকে মানায় না। নিয়া কিন্তু তাঁর এই প্যাস্টেল শেড গাউন আর চোখে স্টোনড লুকে দিব্যি উতরে গিয়েছেন।
6/ 8


এলবিডি পরতে অনেককেই দেখা যায়। কিন্তু সমুদ্র সৈকতে বালি মেখে এইভাবে লাস্যময়ী ভঙ্গীতে নিয়া অনন্যা হয়ে উঠেছেন।
7/ 8


এই ছবিতে নিয়া যেন মানবী নয়, হয়ে উঠেছেন এক দুষ্টু মিষ্টি পুতুল। উজ্জ্বল হলুদ রঙের পোশাক ভাল মানিয়েছে তাঁকে। অ্যাকসেসরি হিসেবে তাঁর হুপ ইয়াররিং যোগ্য সঙ্গত দিয়েছে। নিয়ার হাফ ওপেন হাফ ক্লোজড পনিটেল যেন তাঁর লুক আরও উজ্জ্বল করে তুলেছে।