

মনে আছে, তিনি একবার গেয়েছিলেন আই অ্যাম স্টিল জেনিফার লোপেজ? সেই কথা যে এরকম ধ্রুব সত্য হয়ে দেখা দেবে কে জানত। একান্নতে পা দিয়েও উনি এখনও সেই আকর্ষণীয় জেনিফার লোপেজই (Jennifer Lopez) আছেন। নইলে এই বয়সেও বিকিনি পরে সমুদ্রে আগুন লাগাতে কে-ই বা পারে! কী ভাবে তিনি তাঁর সপ্তাহ কাটাচ্ছেন, তার কিছু কিছু ঝলক জেনিফার নিজের ইন্সটাগ্রাম (Instagram) হ্যান্ডলে শেয়ার করেছেন। আর তার পরেই চড়চড় করে চড়েছে পারদ।


ঘন সবুজ মোনোকিনিতে JLO যেন মনোমোহিনী! মেদবিহীন ছিপছিপে শরীর যেন চাবুকের মতো তাঁর। মন কেড়েছে তাঁর অন্য ধাঁচের স্বচ্ছ চশমাও।


টু-পিস পরেছেন জেনিফার। সাইড থেকে দেখে মনেই হচ্ছে না যে তিনি কোনও মানবী। মনে হচ্ছে তিনি যেন খোদাই করা অজন্তা বা খাজুরাহোর কোনও মূর্তি।


বোঝাই যাচ্ছে বেশ, সমুদ্রসৈকত খুব পছন্দ করেন JLO। তাঁর বিকিনি থেকে টু-পিস সব পোশাকই হিট ।বোঝার উপায় নেই তাঁর বয়স। দিন দিন তিনি যেন আরও সুন্দরী হয়ে উঠছেন।