অপূর্বা মেহেতার ৫০ তম জন্মদিন উপলক্ষে পার্টি আয়োজন করেছিলেন করণ জোহর। বসেছিল চাঁদের হাট। নজর কাড়লেন অভিনেত্রী তারা সুতারিয়া। করণ জোহরের এই পার্টি যেন এক প্রকারের ফ্যাশন শো ছিল। তারকারা নানা অবতারে ধরা দিলেন এই পার্টিতে। নজর কাড়লেন বহু তারকাই। নতুন প্রজন্মের অভিনেত্রী তারাও তাঁর এদিন পারদ চড়ালেন। গায়ের সঙ্গে লেগে থাকা গাউনে হট লুক তারার। গাউনের সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ ও মেক আপ তারার। সাদা টিউব ড্রেসের সঙ্গে সাদা ব্লেজার। এই লুক যেন রূপকথার গল্পের কথা মনে করিয়ে দেয়। সাটিনের সাদা ড্রেসে স্পষ্ট তারার আওয়ারগ্লাস ফিগার। পরনে সাদা ব্রালেট। সাহসী লুকে ক্যামেরার সামনে তারা সুতারিয়া। এই পোশাকে ফ্যাশন ডিভা। স্লিট গাউনে গ্ল্যামারাস লাগছে তারাকে। কালো সিকুইনড কো অর্ড সেটে ফ্যাশনিস্তা তারা সুতারিয়া। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২- ছবিতে প্রথম নজর কাড়েন তারা সুতারিয়া।