মুম্বইয়ের আন্ধেরির ডাবিং স্টুডিওর বাইরে পাপারাৎজিদের শিকার হলেন বলিউডের নতুন প্রজন্মের নায়িকা তারা সুতারিয়া। (Tara Sutaria Viral) বলিউডে পা রেখেছিলেন করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' ছবি দিয়ে। (Tara Sutaria Viral) অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও নজর কাড়ছেন তারা। (Tara Sutaria Viral) ২৬ বছরের অভিনেত্রীর কেরিয়ারের শুরু টেলিভিশন দিয়ে। সাদা ক্রপ টপ ও নীল ছেড়া হট প্যান্টে উষ্ণতা ছড়িয়েছেন নায়িকা। স্নিকার্স ও সানগ্লাসের সঙ্গে সাজ পুরো করেছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারার সব ছবি। একেবারেই নো-মেক আপ লুকে ছিলেন তারা। চুলে করেছিলেন খোপা। ছবি শিকারিদের দেখে পোজ দিতে ভোলেননি নায়িকা। অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্সেও জনপ্রিয়তা পেয়েছেন তারা। বলিউডের নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে বেশ জনপ্রিয়তা রয়েছে তারা সুতারিয়ার।