এককথায় তিনিই তো বলিউডের লিটল স্টার ৷ জনপ্রিয়তায় যেকোনও বড়সড় হিরোদের নিতে পারে এক হাত ৷ হ্যাঁ, আর কেউ নয় ৷ সে হল সইফ-করিনার ছেলে তৈমুর আলি খান ৷ আর তাই তো যে কোনও সময় তৈমুর কী করছে তা নিয়ে কৌতুহল দেশ জুড়ে ৷
2/ 5
হোলির দিনেও বাদ পড়ল না ছোট্ট তৈমুর আলি খান ৷ হাতে পিচকারি নিয়ে নেমে পড়ল রং খেলায়৷ বাড়ির বারন্দা থেকে পিচকারিতে রং ভোরে চলল তৈমুরের হোলি ৷
3/ 5
তৈমুরের সঙ্গে ছিলেন তার ন্যানি ৷ তিনিও তৈমুরকে সাহায্য করলেন পিচকারিতে রং ভোরতে ৷
4/ 5
তৈমুরের রং থেকে বাঁচলেন না পাপারাৎজিরাও ৷ পাপারাৎজিদের উদ্দেশ্য করেই রং ছুঁড়ল ছোট্ট তৈমুর ৷