

সুস্মিতা সেনের সোশ্যাল মিডিয়ার দিকে নজর দিয়েছেন কখনও ৷ দেখবেন, নিজের কাশ্মীরি বয়ফ্রেন্ড হোক বা দুই মেয়ের সঙ্গে প্রাণবন্ত ছবি ও ভিডিও পোস্ট করেন সুস্মিতা ৷


ইনস্টাগ্রামে বয়ফ্রেন্ডের সঙ্গে ব্যয়ামের ভিডিও পোস্ট করে রীতিমতো আগুন ছড়িয়ে দেন ৷ সব সময়ই হাসি মুখ ৷ সুস্মিতাকে দেখলে, কী করে কেউ বুঝবে যে এই হাসি মুখের পিছনে রয়েছে গভীর ক্ষত ৷ কঠিন অসুখ !


ইনস্টাগ্রামে বয়ফ্রেন্ডের সঙ্গে ব্যয়ামের ভিডিও পোস্ট করে রীতিমতো আগুন ছড়িয়ে দেন ৷ সব সময়ই হাসি মুখ ৷ সুস্মিতাকে দেখলে, কী করে কেউ বুঝবে যে এই হাসি মুখের পিছনে রয়েছে গভীর ক্ষত ৷ কঠিন অসুখ !


হ্যাঁ, এক অদ্ভুত অসুখে আক্রান্ত হয়েছেন বিশ্ব সুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন ৷ আর এই অসুখ রীতিমতো গুরুতর ৷ কী হয়েছে সুস্মিতার ?


সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছেন, ‘সবে তখন বাংলা ছবি নির্বাকের শ্যুটিং শেষ করেছি ৷ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ি ৷ ভীষণভাবে দুর্বল ৷ ডাক্তার দেখাই ৷ ’


সুস্মিতা জানান, ‘ডাক্তার আমাকে জানাল, আমার শরীরে করটিসোল হরমোন তৈরি বন্ধ হয়েছে ৷ আমার অ্যাড্রিনাল গ্রন্থি ঠিকঠাক করে কাজ না করায় ৷ আর সেই কারণেই আমি ভীষণভাবে দুর্বল হয়ে পড়ছি ৷ ’