

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত পেল নতুন মোড় ৷ সোমবারই এই তদন্তের জন্য পুলিশি জেরার মুখে পড়লেন বলিউডের পরিচালক মহেশ ভাট ৷ জানা গিয়েছে, একটানা ৪ ঘণ্টা ধরে মহেশ ভাটকে জেরা করে পুলিশ ৷


সুশান্তের মৃত্যুর পর থেকেই বারে বারে সামনে এসেছে মহেশ ভাটের নাম ৷ শোনা গিয়েছিল মহেশ ভাটের সঙ্গে নাকি সুশান্তের ‘বান্ধবী’ রিয়া চক্রবর্তীর ঘনিষ্ঠতা নিয়ে অশান্তিতে ছিলেন সুশান্ত ৷


অন্যদিকে, এও শোনা যায় মহেশ ভাট তাঁর নতুন ছবি সড়ক ২ -তে সুশান্তকে সরিয়ে তিনি আদিত্য রায় কাপুরকে নেন ৷ তবে এই খবর একেবারেই অস্বীকার করেছেন মহেশ ৷ পুলিশি জেরার তিনি বলেছেন, ‘সড়ক ২ তে কখনই সুশান্তকে কাস্ট করার কথা হয়নি ৷ বরং আমি সেভাবে সুশান্তকে চিনিই না ! রিয়াই আমাকে সুশান্তের সঙ্গে আলাপ করিয়ে দেয় ৷ ’


রিয়ার সঙ্গে নাম জড়িয়ে প্রথম থেকেই নেটিজেনদের চোখে কু-জায়গায় র য়েছেন মহেশ৷ তাই পুলিশি জেরার রিয়ার কথা উঠতেই, মহেশ জানালেন, ‘রিয়াকে আমার জলেবি ছবিতে কাস্ট করার পর থেকেই রিয়া আমাকে খুব সম্মান করে, গুরুর চোখে দেখে আমায় ৷ এই নিয়ে মনে হয় নোংরা মন্তব্য না করাই উচিত !’