CBI দাবি খারিজ, অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা গায়েব! সুশান্তের মৃত্যু-মামলায় আসরে ইডি
সুশান্তের দুটি সংস্থায় ডিরেক্টর ছিলেন রিয়া ও তাঁর ভাই ৷ সংস্থার কাজে সুশান্ত টাকা দিলেও কাজ হয়নি ৷ পরিবেশ বান্ধব প্রকল্পেও টাকা ঢালেন সুশান্ত ৷ সেই টাকার কোনও হিসাব পাওয়া যাচ্ছে না ৷


সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে কি ইডি’র এন্ট্রি? সুশান্তের মৃত্যুতে বিহার পুলিশের দায়ের করা FIR-র কপি চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মৃত্যুর আগে ও পরে সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা লোপাট হয়েছে বলে দাবি। সেই টাকার খোঁজেই কী এবার ইডি’র তদন্ত?


সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-মামলায় এফআইআর। বিহার পুলিশের থেকে এফআইআরের কপি চাইল ইডি। তাতেই প্রশ্ন-সুশানের মৃত্যু-তদন্তে কি এবার ইডি’র এন্ট্রি?


আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ছাড়াও সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন প্রয়াত অভিনেতার বাবা। সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা লোপাটেরও অভিযোগ ৷


এই টাকা লোপাটের অভিযোগ খতিয়ে দেখতেই কী তদন্ত করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? বিহার পুলিশের একটি সূত্র জানাচ্ছেন, সেই সম্ভাবনা প্রবল। কেননা আর্থিক লেনদেন সংক্রান্ত আরও কয়েকটি অভিযোগ উঠেছে ৷ সুশান্তের দুটি সংস্থায় ডিরেক্টর ছিলেন রিয়া ও তাঁর ভাই ৷ সংস্থার কাজে সুশান্ত টাকা দিলেও কাজ হয়নি ৷ পরিবেশ বান্ধব প্রকল্পেও টাকা ঢালেন সুশান্ত ৷ সেই টাকার কোনও হিসাব পাওয়া যাচ্ছে না ৷


বৃহস্পতিবার, অটো রিকশায় চেপে মুম্বইয়ে তদন্তে বের হয় বিহার পুলিশের দল। সুশান্তের অ্যাকাউন্ট রয়েছে এমন তিনটি ব্যাঙ্কে হানা দেয়। সুশান্তের পরিচারককেও জিজ্ঞাসাবাদ করেন। সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডের বাড়িতে গিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তারা।


সুশান্তের মুম্বইয়ের বাড়ি থেকে বেশ কিছু ক্রেডিট কার্ডের বিল পেয়েছে পরিবার। সেই বিল ঘিরেও অনেক ধোঁয়াশা। এসবের উত্তর দিতে পারবেন একমাত্র রিয়া চক্রবর্তী। কিন্তু কোথায় তিনি? টানা দু-দিন মুম্বইতে থেকেও তাঁর দেখা পায়নি বিহার পুলিশ। উল্টে বিহার পুলিশের তদন্তের অধিকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন রিয়া। পাল্টা বিহার সরকারও ক্যাভিয়েট দাখিল করেছে।


সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি দেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। একই দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়। বৃহস্পতিবার সেই দাবি খারিজ করে শীর্ষ আদালত।