নীল জলে যৌবনের উঁকি ! প্রিন্টেড বিকিনিতে মিস ইন্ডিয়া নিকোল যেন আদিম বাঘিনী!
ভ্যাকেশন মুড উপভোগ করছেন সুপার মডেল নিকোল। ইতিমধ্যেই ল্যাকমে ফ্যাশন উইক, উইলস লাইফস্টাইল ইন্ডিয়া ফ্যাশন উইক থেকে শুরু করে একাধিক ফ্যাশন ইভেন্টে ব়্যাম্প ওয়াক করেছেন এই মডেল।


সূর্যের উজ্জ্বল আলো তাঁর সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। নীল জল আলতো করে ছুঁয়ে যাচ্ছে শরীর। সমুদ্রতটে বাঘছাল-প্রিন্ট হট বিকিনিতে যেন সমস্ত লাইম লাইট কেড়ে নিয়েছেন ২০১০ সালের মিস ইন্ডিয়া আর্থ নিকোল ফারিয়া (Nicole Faria)। সম্প্রতি মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন তিনি। সঙ্গে দেখা গিয়েছে সঙ্গী রোহন পাওয়ারকেও। আর ইতিমধ্যেই নিকোলের এই বোল্ডনেসে মজেছেন নেটিজেনরা। এবার ঘুরে আসা যাক এই মডেল তথা অভিনেত্রীর ইনস্টা গ্যালারিতে। সম্প্রতি মলদ্বীপের সমুদ্রতটে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গী রোহন পাওয়ারের সঙ্গে বিকিনিতে দাঁড়িয়ে রয়েছেন বিউটি কুইন নিকোল।


প্রায় পাঁচ বছর ধরে একে অন্যকে ডেট করছেন নিকোল ও রোহন। শেষমেশ ২০১৮ সালে এনগেজমেন্ট হয় দু'জনের। প্রসঙ্গত, রোহন মার্কিন মুলুকের বাসিন্দা। এক ইনটার্নশিপের জন্য বছর আটেক আগে ভারতে আসেন তিনি। তার পর নিকোলের সঙ্গে দেখা হয় তাঁর। ২০০৫ সালে মডেলিং শুরু। দীর্ঘ ১৫ বছরের কেরিয়ারে Elle, Vogue, Cosmopolitan, JFW থেকে শুরু করে একের পর এক বড় ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেছেন তিনি। প্রায়শই তাঁর বোল্ড লুকে দর্শক ও নেটিজনদের নজর কাড়েন নিকোল।


২০১০ সালে মিস ইন্ডিয়া আর্থের খেতাব জিতলেও, বিকিনি লুকে এখনও একই রয়েছে তাঁর শরীরী আবেদন। ফিটনেস নিয়ে তিনি যে কতটা সচেতন, তা ছবিগুলি দেখলেই টের পাওয়া যায়।বেগুনি বিকিনিতে সুইমিং পুলের ধারে প্রিয় বান্ধবীর সঙ্গে নিকোল। মিস ইন্ডিয়ার পোজ নজর কেড়েছে ফ্যানেদের। উল্লেখ্য, ২০১৪ সালে সিনেমায় নিজের কেরিয়ার শুরু করেন নিকোল। প্রথম সিনেমা ছিল ইয়ারিয়া।


দূরে সুইমিং পুল, পিছনে সবুজের ভিড়। বেস্টির সঙ্গে পোজ দিচ্ছেন নিকোলে। বলা বাহু্ল্য, ২০১০ সালেই মিস ইন্ডিয়া সাউথের খেতাবও জেতেন নিকোল ফারিয়া।


ভ্যাকেশন মুড উপভোগ করছেন সুপার মডেল নিকোল। ইতিমধ্যেই ল্যাকমে ফ্যাশন উইক, উইলস লাইফস্টাইল ইন্ডিয়া ফ্যাশন উইক থেকে শুরু করে একাধিক ফ্যাশন ইভেন্টে ব়্যাম্প ওয়াক করেছেন এই মডেল। ১৯৯০ সালে ৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে জন্মান নিকোলে। ২০১০ সালের মিস ইন্ডিয়া আর্থের খেতাব জেতেন। উল্লেখ্য, প্রথমবার কোনও ভারতীয় মহিলা হিসেবে এই খেতাব জেতার জন্য ২০১৮ সালে রাষ্ট্রপতির কাছ থেকে বিশেষ পুরস্কারও পান তিনি।