খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন সানি দেওলের পুত্র কর্ণ দেওল। ধর্মেন্দ্রর নাতি বলে কথা। খবরের শিরোনাম দখল করছেন কর্ণ। বিয়ের জন্য প্রস্তুত। পাত্রীর বাড়ির সঙ্গেও পাকা কথা হয়ে গিয়েছে। কিন্তু সেই পাত্রী কে চেনেন?
2/ 7
বাঙালি তনয়া দৃশা আচার্য। বলে বলে ১০ গোল দিতে পারেন যে কোনও নায়িকাকে। কিন্তু তিনি গ্ল্যামার দুনিয়া থেকে একেবারে দূরে। কোন রায় বাড়ির মেয়ে জানেন?
3/ 7
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বিমল রায়ের বংশধর তিনি। তবে দৃশার পদবি নিয়ে সংশয় তৈরি হয়েছে। কোথাও বলা হচ্ছে, তিনি দৃশা রায়, কোথাও আবার দৃশা আচার্য। কিন্তু বিমল রায়ের নাতনির অথবা নাতির কন্যা তিনি।
4/ 7
বাস্তবধর্মী হিন্দি ছবির জনক বিমল রায় অধুনা বাংলাদেশে। সেখান থেকে কলকাতায় এসে কাজ শুরু করেন সহকারী সিনেমাটোগ্রাফার হিসেবে। পরবর্তী কালে মুম্বইতে গিয়ে পরিচালনা, প্রযোজনায় খ্যাতি অর্জন।
5/ 7
১৯৫৩ তে তিনি নিজের প্রোডাকশন হাউজ খুলে ‘দো বিঘা জমিন’ ছবিটি বানান। তাঁর তৈরি উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে ‘পরিণীতা’, ‘বিরাজ বৌ’, ‘দেবদাস’, ‘মধুমতী’, ‘পরখ’, ‘প্রেমপত্র’, ‘বন্দিনী’ ইত্যাদি।
6/ 7
সেই বিমল রায়ের বংশধর দৃশা সম্ভবত দুবাইতে থাকেন। একটি ট্র্যাভেল এজেন্সিতে ম্যানেজারের পদে চাকরিরত। গত প্রেম দিবসে কর্ণকে দুবাইতে ঘুরতে দেখা গিয়েছিল এক রহস্যময়ীর সঙ্গে।
7/ 7
গুঞ্জন রটেছে, তাঁদের নাকি বাগদানও হয়ে গিয়েছে। বিয়ের তারিখও স্থির হয়ে গিয়েছে। কেবলমাত্র ঘনিষ্ঠদের উপস্থিতিতে মুম্বইয়ের বান্দ্রাতেই সাতপাক ঘুরবেন তারকা সন্তানেরা। যদিও সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দেওল ও রায় পরিবার।
Sunny Deol’s son Karan Deol wedding: ১০ গোল নায়িকাদের, সানির সুন্দরী বাঙালি হবু বৌমাকে চেনেন? রায় বাড়ির মেয়ে বলে কথা
খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন সানি দেওলের পুত্র কর্ণ দেওল। ধর্মেন্দ্রর নাতি বলে কথা। খবরের শিরোনাম দখল করছেন কর্ণ। বিয়ের জন্য প্রস্তুত। পাত্রীর বাড়ির সঙ্গেও পাকা কথা হয়ে গিয়েছে। কিন্তু সেই পাত্রী কে চেনেন?
Sunny Deol’s son Karan Deol wedding: ১০ গোল নায়িকাদের, সানির সুন্দরী বাঙালি হবু বৌমাকে চেনেন? রায় বাড়ির মেয়ে বলে কথা
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বিমল রায়ের বংশধর তিনি। তবে দৃশার পদবি নিয়ে সংশয় তৈরি হয়েছে। কোথাও বলা হচ্ছে, তিনি দৃশা রায়, কোথাও আবার দৃশা আচার্য। কিন্তু বিমল রায়ের নাতনির অথবা নাতির কন্যা তিনি।
Sunny Deol’s son Karan Deol wedding: ১০ গোল নায়িকাদের, সানির সুন্দরী বাঙালি হবু বৌমাকে চেনেন? রায় বাড়ির মেয়ে বলে কথা
বাস্তবধর্মী হিন্দি ছবির জনক বিমল রায় অধুনা বাংলাদেশে। সেখান থেকে কলকাতায় এসে কাজ শুরু করেন সহকারী সিনেমাটোগ্রাফার হিসেবে। পরবর্তী কালে মুম্বইতে গিয়ে পরিচালনা, প্রযোজনায় খ্যাতি অর্জন।
Sunny Deol’s son Karan Deol wedding: ১০ গোল নায়িকাদের, সানির সুন্দরী বাঙালি হবু বৌমাকে চেনেন? রায় বাড়ির মেয়ে বলে কথা
১৯৫৩ তে তিনি নিজের প্রোডাকশন হাউজ খুলে ‘দো বিঘা জমিন’ ছবিটি বানান। তাঁর তৈরি উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে ‘পরিণীতা’, ‘বিরাজ বৌ’, ‘দেবদাস’, ‘মধুমতী’, ‘পরখ’, ‘প্রেমপত্র’, ‘বন্দিনী’ ইত্যাদি।
Sunny Deol’s son Karan Deol wedding: ১০ গোল নায়িকাদের, সানির সুন্দরী বাঙালি হবু বৌমাকে চেনেন? রায় বাড়ির মেয়ে বলে কথা
সেই বিমল রায়ের বংশধর দৃশা সম্ভবত দুবাইতে থাকেন। একটি ট্র্যাভেল এজেন্সিতে ম্যানেজারের পদে চাকরিরত। গত প্রেম দিবসে কর্ণকে দুবাইতে ঘুরতে দেখা গিয়েছিল এক রহস্যময়ীর সঙ্গে।