সুহানা এবং অগস্ত্য দুজনেই জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস' দিয়ে বলিউডে ডেবিউ করবেন। এখন খবর আসছে যে অগস্ত্য সুহানার সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছেন। অগস্ত্য যখন তাঁর পরিবারের সঙ্গে ক্রিসমাস পার্টিতে যাচ্ছিলেন, তখন তিনি তাঁর বোন এবং মাকে সুহানা খানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সুহানা এবং অগস্ত্যর বেশ কিছু ছবি ইতিমধ্যে সামনে এসেছে। তা দেখে অনেকেই মনে করেছেন যে তাঁরা ডেটিং করছেন।
একবার সাক্ষাৎকারে সেই দিনগুলির কথাই তুলে ধরলেন ৫৭ বছর বয়সি অভিনেতা। তিনি বললেন, "বিদেশে গিয়ে ও আমাকে ফোন করেনি। আমি তখন ওর অপেক্ষা করে কোনও ছবি সই করিনি। প্রশ্ন করেছিলাম, 'আমি কি কাজ শুরু করব?', ও বলেছিল, 'তুমি কাজ করছ না কেন?' আমি উত্তর দিয়েছিলাম, 'ভেবেছিলাম নিউ ইয়র্কে তোমার একা লাগবে, ফোন করে আমাকে তুমি ডাকবে।'