যাকে আগলে আগলে রাখতেন এতদিন, সেই ভানুর বিচ্ছেদ যেন কোনও ভাবে মানতে পারছেন না তিনি৷ ভানু তাঁর পোষ্য৷ যাকে সন্তানসম ভালবাসতেন তিনি৷ নিয়মিত সেই পোষ্যর ছবিও সকলের সঙ্গে ভাগ করে নিতেন তিনি৷ আদর করে সেই পোষ্য সারমেয়র নাম রেখেছিলেন ভানু চট্টোপাধ্যায়৷ ভানু...মাই জানু, এভাবে প্রায়ই পোষ্যের সঙ্গে ছবি পোস্ট করে লিখতেন তিনি৷ সেই পোষ্য সারমেয় বিয়োগ খুবই যন্ত্রণাদায়ক৷ পোষ্যকে একেবারে পরিবারের অংশ হিসেবেই মনে করতেন সুদীপা ও তাঁর স্বামী৷ খুবই ছোট থেকেই এই সারমেয় ছিল তাঁদের সঙ্গে৷ যার নাম রাখা হয়েছিল ভানু৷ ভানুর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল চট্টোপাধ্যায় বাডির পদবীও৷ সুদীপার ছেলে আদিদেব জন্মের আগে থেকেই এই কুকুরটি ছিল তাঁদের সঙ্গে৷ পরবর্তীতে আদিদেবের সঙ্গেও দারুণ দোস্তি হয়ে যায় ভানুর৷ দু’জনের ছবি একসঙ্গে শেয়ার করে সুদীপা লেখেন, মেরে দো আনমল রতন৷ এমনকী দুই পোষ্যের সঙ্গে খুব ভাল সময় কাটাতেন সুদীপার স্বামী, পরিচালক অগ্নিদেব এটি গ্রেট ডেন প্রজাতির কুকুর৷ খুব লম্বা হয় এই কুকুরগুলি৷ মূলত জার্মানির কুকুর, এদের ব্যবহার করা হয় শিকারি হিসেবে৷ তবে পোষ্য হিসেবেও ভাল এরা৷ আরও একটি সারমেয় পোষ্য রয়েছে সুদীপার বাড়িতে৷ তবে ভানুর প্রতি যেন একটু বেশি টান অনুভব করতেন সুদীপা৷ ভানু আর না থাকায় খুবই শোকাহত সুদীপা৷ তিনি লিখছেন...গুড বাই ভানু, মাই বেবি, মা তোমায় সবথেকে বেশি ভালবাসে৷ আবার দেখা হবে৷