হোম » ছবি » বিনোদন » আড্ডা আর কাবাবে কাছের জনদের সঙ্গে কাটল সুদীপার বিবাহবার্ষিকী, দেখুন ছবিতে
Sudipa Chatterjee : আড্ডা আর কাবাবে কাছের জনদের সঙ্গে কাটল সুদীপার বিবাহবার্ষিকী, দেখুন ছবিতে
Bangla Digital Desk
1/ 8
দুর্গাপুজোর দিনগুলি ছাড়া জীবনের বাকি বিশেষ বিশেষ মুহূর্তগুলো ভালবাসেন ঘরোয়া ভাবে কাটাতে৷ সামাজিক মাধ্যমে লিখেছেন সুদীপা চট্টোপাধ্যায় ৷ তাই এ বছর অতিমারি পরিস্থিতিতে বিবাহবার্ষিকীও কাটালেন ঘরোয়া বৃত্তেই ৷
2/ 8
ঘনিষ্ঠদের সঙ্গে আড্ডা দিয়ে, গান শুনে আর রান্না করে সময় কাটাতেই ভালবাসেন সুদীপা ৷ এই উপাদানগুলির প্রত্যেকটাই হাজির ছিল তাঁর বিবাহবার্ষিকীতে ৷
3/ 8
সুদীপার পৈতৃক বাড়ি থেকে সকলে এসেছিলেন তাঁর জীবনের বিশেষ দিনটি উদযাপনের সঙ্গী হতে ৷ এই ছবির ক্যাপশনে সুদীপা লিখেছেন অনেক দিন পর নাতির অনুরোধে তাঁর মা এত গাঢ় রঙের শাড়ি পরতে রাজি হয়েছেন ৷
4/ 8
বিবাহবার্ষিকীর সন্ধ্যা ছিল কাবাবময় ৷ ক্যাপশনে লিখেছেন, গরমাগরম কাককোরি কাবাবের সত্যি জবাব নেই ৷ প্রথম বারের অভিজ্ঞতা ভালই ৷
5/ 8
সুদীপার মায়ের সঙ্গে এ ছবিতে তাঁর ছোট পুত্রবধূ ৷
6/ 8
ফ্রেমবন্দি সুদীপার দুই বৌদি ৷ দুই জায়ের মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন সুদীপা ৷
7/ 8
১১ বছর আগে ৯ জুলাই পরিচালক প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে হয়েছিল সুদীপার ৷ কিছু বছর পরে তাঁদের আইনি বিয়ে হয় ৷
8/ 8
যাঁরা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন চট্টোপাধ্যায় দম্পতি ৷ বিবহবার্ষিকীর পরদিন সুদীপা একটি সুখবরও দিলেন৷ জানালেন, পুজোর আগেই আসছে তাঁর ব্র্যান্ড ৷ পাওয়া যাবে গয়না, হ্যান্ডলুম শাড়ি-সহ আরও অনেক কিছু ৷