কর্পোরেট থেকে অভিনয়, দীর্ঘ পথ পেরিয়েছেন দেবশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি। টলিউডে হাতেখড়ি হয়েছিল আগেই। এ বার নতুন অধ্যায় শুরু।
ব্যক্তিজীবন নয়, পেশাগত ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেলেন দেবশ্রী। নতুন ছবি করছেন তিনি। সেই খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
রাজর্ষি দে-র ছবি 'সাদা রঙের পৃথিবী'-তে অভিনয় করবেন দেবশ্রী। তাঁর চরিত্রের নাম মোহনা। ইতিমধ্যেই নতুন ছবির জন্য প্রস্তুতি শুরু করেছেন তিনি।
প্রসঙ্গত, রাজর্ষির ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র হাত ধরেই অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন দেবশ্রী। ফের একসঙ্গে কাজ করছেন তাঁরা।
উইন্ডোজ প্রোডাকশনের 'ফাটাফাটি'-তেও দেখা যাবে দেবশ্রীকে। পার্শ্বচরিত্রেও নজর কাড়ছেন অভিনেত্রী।
দেবশ্রীর জনপ্রিয়তা কিন্তু নেহাত কম নয়। অনুরাগীদের মতে, সৌন্দর্যের নিরিখে বোন শুভশ্রীকে পাল্লা দিতে পারেন তিনি। নেটমাধ্যমে তাঁর একাধিক ফ্যানক্লাব।
...