1/ 5


সিনেমায় ধোনি হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত ! আর এবার কপিল দেবের পালা ৷ খুব শীঘ্রই সিনেমার পর্দায় ফুটে উঠবে কপিল দেবের জীবনের গল্প ৷ আর সিনেমার কপিল দেব হতে চলেছেন রণবীর সিং !
2/ 5


পরিচালক কবীর খান তৈরি করতে চলেছেন কপিল দেবের বায়োপিক ৷ আর এই বায়োপিকে কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে ৷
3/ 5


জানা গিয়েছে, এই ছবির সঙ্গে শুধুই যুক্ত থাকবে না কবির খান ৷ সঙ্গে থাকবেন অনুরাগ কাশ্যপ, বিকাশ বহেল, বিক্রমাদিত্য মোতয়ানি, মধু মানতেনা ৷
4/ 5


১৮৮৩ সালে ভারতের বিশ্বকাপ জেতা ও কপিল দেবই এই ছবির পটভূমিকা হবে বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং ৷