৯০-এর দশকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন ৷ ছবিতে নিজের অভিনয়ের কৃতিত্বের জন্য আলাদা মাত্রায় প্রভাব বিস্তার করেছে ৷ ফাইল ছবি ৷
2/ 9
টাব্বুর বয়স বর্তমানে ৫১ বছর ৷ কিন্তু আজ পর্যন্ত সঠিক পার্টনারের দেখা তিনি পাননি ৷ টাব্বু একা থাকতে পছন্দ করেন ৷ বর্তমানে তিনি নিজের মর্জির মালিক ৷ ফাইল ছবি ৷
3/ 9
প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের ফ্যানের সংখ্যা প্রচুর ৷ কিন্তু তাঁর মনকে কেউ ছুঁতে পারেনি সুস্মিতা সেনের বয়স ৪৬ বছর ৷ এখনও পর্যন্ত তিনি একা ৷ ফাইল ছবি ৷
4/ 9
রোহমন শোলের সঙ্গে দীর্ঘ সময় ধরে ডেট করেছেন সুস্মিতা সেন ৷ কিন্তু তাঁর সঙ্গেও পরে বিচ্ছেদ ঘটে পরে ৷ ফাইল ছবি ৷
5/ 9
সাক্ষী তানওয়ার টিভি থেকে ফিল্ম সঙ্গে ওটিটি পর্যন্ত সফরে বিশেষ সাফল্য পেয়েছেন ৷ ৪৯ বছরের সাক্ষী একজন সিঙ্গেল মাদার ৷ এক কন্য সন্তান দত্তক নিয়েছেন তিনি ৷ কিন্তু বিয়ের বিষয়ে তাঁর কোনও আগ্রহ নেই ৷ ফাইল ছবি ৷
6/ 9
কাজলের বোন তানিশা মুখোপাধ্যায় ৪৪ বছর বয়সেও বিয়ে করেননি ৷ ফাইল ছবি ৷
7/ 9
কাজলের অজয় দেবগনের প্রেমে পড়ে বিয়ে করেন ৷ কিন্তু তানিশা এখনও পর্যন্ত বিয়ের বিষয়ে কোনও খোলসা করেননি ৷ ফাইল ছবি ৷
8/ 9
রকস্টার থেকে রাতারাতি সবার মন জয় করেছেন নার্গিস ফকরি রণবীর কাপুরের সঙ্গে সংযুক্ত ৷ এখনও পর্যন্ত তিনি বিয়ে করেননি ৷ ফাইল ছবি ৷
9/ 9
ছবিতে বারেবারে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে ৷ ৪২ বছর বয়স হয়ে যাওয়ার পরেও বিয়ের কথা ভাবছেন না ৷ ফাইল ছবি ৷