

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য অবশেষে সামনে আসতে শুরু করেছে। কয়েকদিন আগেই AIIMS সুশান্তের ভিসেরা পরীক্ষা করার পর সিবিআইকে জানায়, যে সুশান্ত আত্মহত্যাই করেছিলেন। কেউ তাঁকে খুন করেনি। photo source collected


সিবিআইয়ের হাতে এই রিপোর্ট তুলে দেয় AIIMS, এর পর সিবিআই এই রিপোর্টের উপর সিলমোহর বসায়। তাঁরাও AIIMS-এর সঙ্গে একমত। এখন থেকে সুশান্তের খুনের নয়, কেন তিনি আত্মহত্যা করেছিলেন তাঁর তদন্ত করা হবে। রিয়া চক্রবর্তী কি কোনও ভাবে সুশান্তকে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দিয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখা হবে। photo source collected


যদিও রিয়াকে আজ জামিন দেওয়া হয়। তবে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়ার যে অভিযোগ ছিল রিয়ার বিরুদ্ধে তা খারিজ করে দেয় সিবিআই। photo source collected


সুশান্তের অ্যাকাউন্টে কোনও টাকার গরমিল পাওয়া যায়নি। মাত্র ৫৫ লাখ টাকা রিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন সুশান্ত। যা শুধু মাত্র বেড়াতে যাওয়া ও উপহার কেনায় দু'জনে মিলে খরচ করেছিলেন। এছাড়া গত পাঁচ বছরে সুশান্তের অ্যাকাউন্ট থেকে ৭০ কোটি টাকার লেন দেন হয়। যার সঙ্গে কোনও যোগ নেই রিয়ার। photo source collected