1/ 3


দুম করে একটা ভাইরাস গোটা বিশ্বের জীবনযাপনকে কেমন যেন বদলে দিল ৷ চ্যালেঞ্জের মুখে পড়ল মানব জীবন ৷ পরিচিত হলো লকডাউন, আইসোলেশন শব্দের সঙ্গে ৷
2/ 3


তবে এরই মাঝে বেশ কিছু মানুষ নিজের কাজের প্রতি দায়িত্ববোধে এগিয়ে এলেন ৷ শহরে শহরে যখন লকডাউন তখন এই মানুষেরা ব্যস্ত রয়েছেন নিজের কাজে ৷ করোনা আবহে যোদ্ধার মতো ! তা সাংবাদিক হোক বা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ৷