শুধু পরিযায়ী শ্রমিকদের বিনা পয়সায় নিজেদের বাড়িতে নয় ৷ বরং তাঁদের জন্য কর্মসংস্থান এমনকী, বাড়ি তৈরি করাতে সাহায্য করেছেন সোনু ৷ এই কারণেই তো বলিউডের এই অভিনেতা হয়ে উঠেছেন সাধারণ মানুষের মসিহা ৷
একের পর এক কামাল দেখাচ্ছেন সোনু সুদ ৷ সেই লকডাইনের শুরুর সময় থেকেই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে রীতিমতো সবার মন জয় করেছেন সোনু ৷
2/ 4
শুধু পরিযায়ী শ্রমিকদের বিনা পয়সায় নিজেদের বাড়িতে নয় ৷ বরং তাঁদের জন্য কর্মসংস্থান এমনকী, বাড়ি তৈরি করাতে সাহায্য করেছেন সোনু ৷ এই কারণেই তো বলিউডের এই অভিনেতা হয়ে উঠেছেন সাধারণ মানুষের মসিহা ৷
3/ 4
কিছুদিন আগেই লকডাউনের যাঁরা কাজ হারিয়েছেন সেই সব মানুষের জন্য ই-রিক্সার ব্যবস্থা করেছেন সোনু ৷ আর এবার যে সমস্ত শিশুরা ইন্টারনেট, উন্নত মোবাইল ফোনের জন্য অনলাইন ক্লাস থেকে বিরত থাকছেন, তাঁদের জন্য এক বিশেষ ব্যবস্থা করে ফেলেছেন সোনু ৷
4/ 4
সম্প্রতি সোনু তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করে তাঁর এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন ৷ যেখানে লেখা রয়েছে, ‘এবার থেকে কোনও শিশুই অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হবে না !’