বলিউডে সবচেয়ে দ্রুত টাকা গুনে ফেলেন কে? উত্তর দিলেন সোনু সুদ
সোনু সুদ ৷ সাধারণ মানুষদের কাছে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের কাছে মসিহা ৷ যেভাবে লকডাউনের শুরু থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য উদ্যোগ নিয়ে ছিলেন সোনু, তা সত্যিই বাহবা পাওয়ার যোগ্য ৷
সোনু সুদ ৷ সাধারণ মানুষদের কাছে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের কাছে মসিহা ৷ যেভাবে লকডাউনের শুরু থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য উদ্যোগ নিয়ে ছিলেন সোনু, তা সত্যিই বাহবা পাওয়ার যোগ্য ৷
2/ 4
সম্প্রতি সোনু এসেছিলেন নেহা ধুপিয়ার নো ফিল্টার শোতে ৷ দু’জনেই নিজের নিজের বাড়ি থেকে অংশ নিয়েছিলেন এই শোতে ৷
3/ 4
নেহার নো ফিল্টার শোতে বিন্দাস প্রশ্নের ঝটপট জবাব ৷ সোনু কিন্তু এই সুযোগকে একেবারেই হাত ছাড়া করেননি ৷ উল্টে এমন উত্তর দিলেন যে নেহা বলেই ফেললেন, এই সাক্ষাৎকার নেওয়া খুবই কঠিন হয়ে পড়ছে ৷
4/ 4
বলিউডে অভিনেতা ও অভিনেত্রীদের সুপার পাওয়ার নিয়ে প্রশ্ন করেছিলেন নেহা ৷ অক্ষয় কুমারের নাম আসতেই, সোনু প্রথমেই বললেন, বলিউডে অক্ষয়ের মতো দ্রুত টাকা গুনতে কেউ পারে না !