জন্নত ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী সোনাল চৌহান। লেহেঙ্গার ফ্যাশন কেমন হতে পারে দেখে নেওয়া যাক সোনালের সাজ থেকে। লেহেঙ্গা ও ব্রালেটে উপচে পড়া যৌবন সোনাল চৌহানের। সাজ দেখে মুগ্ধ নেটিজেন। লেহেঙ্গায় যেন খোদাই করা একগুচ্ছ ফুল। সৌন্দর্যে মাত করছেন সোনাল। সবুজ লেহেঙ্গায় সোনাল। সঙ্গে মানানসই গয়না ও অ্যাকসেসরিজ। গাঢ় ওয়াইন রঙের লেহেঙ্গায় রাজকীয় সাজ সোনালের। জন্নত গার্ল আজও একই রকম সুন্দর। ওয়াইন রঙের লেহেঙ্গা ব্রালেটে স্পষ্ট ক্লিভলাইন। নজর কাড়ছে চোকারও। সিকুইন দেওয়া লাল শাড়িতে গ্ল্যামারাস লুক সোনালের। হলুদ ভেলভেটের স্যুটে সোনাল। জন্নত ছবিতে অভিনয় করে মুগ্ধ করেছিলেন তিনি। সাদা স্যুটে স্নিগ্ধ লুক সোনাল চৌহানের। চোখ ফেরানো কঠিন অভিনেত্রীর দিক থেকে। হলুদ শাড়ির সঙ্গে সাদা ব্লাউজ। এথনিক লুকেও মুগ্ধ করেছেন সোনাল।