অভিনেত্রী সোনাক্ষী সিনহা কিছুদিন আগেই ঘুরে এলেন মলদ্বীপ থেকে। এবার তিনি এক ম্যাগাজিনের কভার গার্ল। ব্যাকড্রপে নীল দিগন্ত। তার মাঝেই নীলাম্বরী রূপে সোনাক্ষী। চোখ ফেরানো কঠিন। মাল্টি কালার্ড লেহেঙ্গার সঙ্গে নজর কাড়ছে গলার হার আর হাতের ব্রেসলেট। ওয়ান শোল্ডার ড্রেসে গ্ল্যামারাস লুক সোনাক্ষীর। শরীরচর্চায় অনেকটা ওজন ঝরিয়েছেন তিনি। সবুজ রঙের সিকুইনড ড্রেসে স্পষ্ট সোনাক্ষীর আওয়ারগ্লাস ফিগার। এক সময়ে ভারী চেহারার জন্যট্রোলড হয়েছেন। এখন ওজন কমিয়ে ত্বন্বী তিনি। তবে এর জন্য নিয়মিত শরীরচর্চা সমেত বহু পরিশ্রম করতে হয়েছে তাঁকে। এক ম্যাগাজিনের কভার শ্যুটে জায়গা করে নিয়েছেন সোনাক্ষী। নিঃসন্দেহে সুন্দর লাগছে তাঁকে।