এক সময় পৃথুলা হওয়ার জন্য বেশ ট্রোলিং এর চাপে পড়েছিলেন। কিন্তু এখন ওজন ঝরিয়ে ত্বন্বী অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মলদ্বীপের সমুদ্রে আগুন ধরালেন শত্রুঘ্ন কন্যা।
2/ 8
ছুটি কাটাতে মলদ্বীপ গিয়েছেন সোনাক্ষী। বলিউড তারকাদের ছুটি কাটানোর অন্যতম গন্তব্য হল মলদ্বীপ।
3/ 8
সেই মলদ্বীপে ছুটি কাটানোর বেশ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সুইমিং পুলে জলকেলীতে মেতেছেন তিনি।
4/ 8
সাগরবেলায় একান্তে সুসময়। বিকিনির উপর ফিনফিনে শ্রাগ পরেছেন সোনাক্ষী।
5/ 8
এই দাবদাহে সোনাক্ষীর এই ছবিও যেন চোখের আরাম দেয়। মলদ্বীপ মানেই জলে অনেকটা সময় কাটানো।
6/ 8
অপূর্ব কিছু ছবি শেয়ার করেছেন সোনাক্ষী। তবে এই পোশাকে তাঁর টোনড লেগস স্পষ্ট।
7/ 8
মুক্ত বিহঙ্গ একেই বলে বোধহয়। প্রাণ খুলে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন সোনাক্ষী সিনহা।
8/ 8
লাল রঙের বিচ ড্রেসে পারদ চড়িয়েছেন অভিনেত্রী। তাঁর মলদ্বীপে বেড়ানোর ছবি সোশ্যালে ট্রাভেল গোল সেট করেছে।