

বেবি শাওয়ারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ৷ Photo Courtesy: Puja Banerjee/Instagram


পরিবারের লোকজন এবং বন্ধু-বান্ধবদের নিয়ে নিজের প্রথম বেবি শাওয়ারের সাতটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন পূজা ৷ Photo Courtesy: Puja Banerjee/Instagram


ক্যাপশনে লেখেন, ‘‘ এই দারুণ অনুভূতিকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ৷ সবাই আমার প্রথম বেবি শাওয়ারে যা ভালোবাসা দিয়েছে, তাতে আমি অভিভূত ৷ কুণাল ভার্মা থেকে শুরু করে সবাইকে অনেক ধন্যবাদ ৷ ’’ Photo Courtesy: Puja Banerjee/Instagram


গত ১৫ এপ্রিল কুণাল ভার্মার সঙ্গে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করার কথা ছিল অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের। তবে করোনা পরিস্থিতিতে সেই পরিকল্পনা বাতিল হয়। দু’জনে রেজিস্ট্রি করে নেন। যদিও প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে সেই খবর গোপনই রেখেছিলেন। Photo Courtesy: Puja Banerjee/Instagram


গত বছর দুর্গাপুজোয় কুণাল ভার্মার সঙ্গে সিঁদুর খেলার ছবি দিয়ে এরপর চলতি বছরের ১৫ এপ্রিল পূজা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁদের রেজিস্ট্রি বিয়ে এক মাস আগেই হয়েছিল। তবে আনুষ্ঠানিক বিয়ে বাতিল করেছেন। তাঁরা এখন বিবাহিত দম্পতি। তারপর পূজা একটি সাক্ষাৎকারে জানান, তিনি সন্তানসম্ভবা। সন্তান জন্মের পরেই তিনি কুণালকে রীতি মেনে বিয়ে করতে চান বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। Photo Courtesy: Puja Banerjee/Instagram