পলক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, অভিনব তাঁর উপর অত্যাচার করলেও এতদিন তাঁর মা শ্বেতা তিওয়ারির গায়ে কখনও হাত তোলেননি ৷ কিন্তু পলকের কাছ থেকে সমস্ত ঘটনা জেনে তার প্রতিবাদ করায় শ্বেতার গায়েও হাত তোলেন অভিনব ৷ পুলিশের কাছে অভিযোগ দায়েরের কথা বলায় পলককেও মারধর করে শ্বেতা তিওয়ারির দ্বিতীয় স্বামী ৷
নিজের প্রথম বিয়েতেও পারিবারিক হিংসার শিকার হয়েছিলেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি ৷ তাঁর প্রথম স্বামী ভোজপুরি অভিনেতা রাজা চৌধুরির বিরুদ্ধেও উঠেথিল অত্যাচারের অভিযোগ ৷ রাজা ও শ্বেতার মেয়েই পলক ৷ রাজা চৌধুরির সঙ্গে ডিভোর্সের পর ২০১৩ সালে অভিনব কোহলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে শ্বেতা ৷ অভিনব ও শ্বেতার একটি ছোট্ট ছেলেও রয়েছে ৷