সদ্য ব্রেক-আপ হয়েছে শ্রদ্ধার! মার্চ মাসেই বলিউডে গুঞ্জন শোনা যায়, শ্রদ্ধার চার বছরের প্রেমে ভাঙন ধরেছে! তারকা চিত্রগ্রাহক রোহন শ্রেষ্ঠর সঙ্গে প্রেম ভেঙেছে শ্রদ্ধার।
3/ 9
চলতি গোয়ায় ধুমধাম করে পালন হয়েছে শ্রদ্ধা কাপুরের জন্মদিন। কিন্তু সেই পার্টিতে ছিলেন না প্রেমিক রোহন। ঘনিষ্ঠরা জানিয়েছেন, সেই সময় নাকি কাজেও ব্যস্ত ছিলেন না রোহন! তা সত্ত্বেও শ্রদ্ধার বিশেষ দিনে তাঁর সঙ্গে থাকেননি তিনি। সেখান থেকেই ব্রেক-আপের জল্পনা গাঢ় হয়
4/ 9
রোহনের বাবার সঙ্গে শ্রদ্ধার বাবা শক্তি কাপুরের বন্ধুত্ব বহু দিনের। মেয়ের সঙ্গে তাঁর চিত্রগ্রাহক প্রেমিকের বিয়ে দিতে যে শক্তির কোনও আপত্তি নেই, অতীতে এক সাক্ষাৎকারে তা নিজেই জানিয়েছিলেন অভিনেতা
5/ 9
বলিউডের নানা তারকার সঙ্গে পরিচয় ছিল ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কাছে সে কথা স্বীকার করেছেন সুকেশ স্বয়ং। জ্যাকলিন ফার্নান্ডেজ তো বটেই, সুকেশের পরিচিতদের তালিকায় রয়েছেন বলিউডের আরও দুই নায়িকা— শ্রদ্ধা কাপুরও
6/ 9
জিজ্ঞাসাবাদে সুকেশ জানিয়েছেন, ২০১৫ সাল থেকে শ্রদ্ধার সঙ্গে তাঁর পরিচয়। গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক-কাণ্ডে যখন মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি) শ্রদ্ধাকে তলব করে, তখনও নাকি তাঁকে সাহায্য করেছিলেন সুকেশ
7/ 9
মায়ের দিক থেকে শ্রদ্ধা কাপুর যুক্ত লতা মঙ্গেশকরের পরিবারের সঙ্গে! কাজেই গানের জিন রয়েছেই! ‘এক ভিলেন’ ছবিতে ‘গঁলিয়া’ আর ‘হায়দার’ ছবিতে ‘দো দুনি’, দু’টো গানই প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের। ‘রক অন টু’-তে তাঁর ‘তেরে মেরে দিল’-ও প্রশংসিত হয়।
8/ 9
‘রক অন ২’ মুক্তির আগে থেকেই শ্রদ্ধা কাপুরের সঙ্গে নাম জড়িয়েছিল ফারহান আখতারের
9/ 9
ফারহান- শ্রদ্ধাকে নিয়ে বি-টাউনে জল্পনা তুঙ্গে ছিল। দু’জনে নাকি গোপনে ডেট করছেন! সেই সময় একটি প্রতিবেদন থেকে জানা যায়, ফারহানের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারছেন না শ্রদ্ধার বাবা শক্তি কাপুর