

চরিত্রাভিনেতার গুরুত্ব সব সময় সব ছবিতে থেকেছে। শুধু আজকের সিনেমা বলে নয়, পুরনো বাংলা ছবিতেও গোটা ছবির রাশ যেন ধরে থাকতেন তাঁরা । তুলসী চক্রবর্তী, রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়রা দাপটের সঙ্গে কাজ করেছেন। দর্শকের মনে জায়গাও করেছেন। নায়ক- নায়িকাদের ভিড় যতই থাকুক না কেন, তাঁরাও ছিলেন সমান চর্চায়। আর তাই তো কৌতূক থেকে নায়কের ভূমিকায় অভিনয় করে ফেলেন ভানু বন্দ্যোপাধ্যায় বা রবি ঘোষের মতো শিল্পীরা। আর চিরকালীন সেরা ছবি হয়ে থেকে যায়, ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট , আশিতে আসিও না, যমালয়ে জীবন্ত মানুষ-এর মতো একের পর এক ছবি। বা রবি ঘোষের গল্প হলেও সত্যির মতো ছবি। তাই যতই অভিনেতার ভিড় জমুক তাঁরা সর্বকালীন সেরা হয়েই থাকবেন। এবার ভানু বন্দ্যোপাধ্যায় এর জন্মশতবার্ষিকীতে মুক্তি পেল তাঁকে নিয়ে তৈরি তথ্যচিত্র।


কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হলো এই বিশেষ তথ্যচিত্র। অভিনেতার কর্মজীবন ও ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি 'ভুবনময় ভানু'।


ভানু বন্দ্যোপাধ্যায়কে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সুদেষ্ণা রায়, প্রেমেন্দ্র বিকাশ চাকি, হরনাথ চক্রবর্তী, অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, সৈকত মিত্র সহ বিশিষ্টরা।


এই তথ্যচিত্রে কথা বলেছেন ভানু বন্দ্যোপাধ্যায় এর পরিবারের লোকজন। তা ছাড়াও কথা বলেছেন, অপর্ণা সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক প্রমুখ। ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের ঝলক রয়েছে এই তথ্যচিত্রে।