'আবার কাঞ্চনজঙ্ঘা'র খোঁজে দার্জিলিংয়ে ঘুরছেন শাশ্বত, রাহুল, অর্পিতা, রূপঙ্কররা!
এই ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখ।


করোনা ভয় কাটিয়ে ইতিমধ্যেই আমরা অনেকেই ছোট ট্রিপে ঘুরে এসেছি বিভিন্ন্য ডেস্টিনেশন থেকে। আর বাঙালির অল টাইম ফেভরিট দার্জিলিং এ তো অনেকেই গিয়েছেন।পরিচালক রাজর্ষি দে ও নিজের গোটা পরিবার নিয়ে শুটিং সেরে এলেন দার্জিলিং থেকে। পরিবার বলতে তাঁর আগামী ছবি আবার কাঞ্চনজঙ্ঘার গোটা কাস্ট নিয়ে।


মাল্টিস্টারার ছবি বলতে যা বোঝায় এক অর্থে এই ছবি ঠিক তাই। ছবির গল্প হল এক বাঙালি পরিবারের যাদের দার্জিলিং এ 'অভিলাষ' নামের একটি বাড়ি আছে। কলকাতায় নিজের সংসার নিয়ে ব্যস্ত এই পরিবারের চার ভাই ও এক বোন। সবাই বিবাহিত এবং সন্তান রয়েছে।


গল্পে যে বড় দাদা রয়েছেন তিনি একটি ফ্যামিলি গেট টুগেদারের ব্যবস্থা করেন যাতে কর্ম ব্যস্ততা থেকে সবাই খানিক বিরতি নিয়ে নিখাদ আনন্দে এক সঙ্গে সময় কাটাতে পারে।


আনন্দের জন্য সবাই একত্রিত হলেও শেষ অবধি একে ওপরের সঙ্গে মতের অমিল, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি এই পরিবারকে কোথায় নিয়ে দাঁড় করায় সেই গল্পই বলবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'।


এই ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখ। এই ছবিতে দারুন চরিত্রে দেখা যাবে সংগীত শিল্পী রূপঙ্কর বাগচীকেও।