ওয়ান শোল্ডার সিক্যুইন ড্রেসে বাজিমাত করলেন শিল্পা শেট্টী (Shilpa Shetty) সিক্যুইনড জাম্প স্যুট দুর্দান্ত ক্যারি করেছেন শিল্পা৷ সিক্যুইনড শাড়িতে স্পষ্ট হয়ে উঠেছে নায়িকার শরীরী খাঁজ ও বিভঙ্গ রুপোলি অ্যাসিমেট্রিক্যাল পোশাকে শিল্পা যেন জাদুকরী৷ মিনি স্কার্টেও সিক্যুইনের স্পর্শ৷ সাদা কেতাদুরস্ত জামার সঙ্গে শর্ট স্কার্টে শিল্পা অনন্যা৷ ঝলমলে সোনালি পোশাকে শিল্পা এখানে মৎস্যকন্যা৷ কাট আউট পোশাকে শিল্পার শরীর যেন লুকোচুরি খেলছে৷ কালো ক্রপ টপের সঙ্গে গোল্ডেন সিক্যুইন প্যান্টসে শিল্পা লাস্যময়ী৷ শাড়ি বলে কি সিক্যুইনড হতে নেই? আঁচলকে উড়ে যেতে দিতে বাধা দেননি শিল্পা৷ জামরঙা সিক্যুইন পোশাকে শিল্পার দৃষ্টিতে দুষ্টুমির হাতছানি৷