বলিউডের তিনি রাজা, তিনিই বাদশা৷ আপামর ভক্তকুলের মনের মণিকোঠায় তাঁর জায়গা৷ তিনি শাহরুখ৷ সম্প্রতি পাঠান ছবি দিয়ে বড়সড়ো কামব্যাক করেছেন তিনি৷
তাঁকে নিয়ে গসিপ খুব একটা শোনা যায় না৷ তবে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা কিন্তু বেশ চর্চিত৷
এখন তাঁদের একসঙ্গে দেখা না গেলেও একটা সময় কিন্তু তাঁরা খুব ভাল বন্ধু ছিলেন৷ এমনকী প্রকাশ্যে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ৷
একটি অ্যাওয়ার্ড ফাংশনে প্রিয়াঙ্কাকে শাহরুখ বলেছিলেন, মুঝসে শাদি করোগি৷ প্রিয়াঙ্কার কাছ থেকে গানে গানেই উত্তর চেয়েছিলেন শাহরুখ৷
তখন সুন্দর বন্ধুত্ব থাকলেও বহু বছর তাঁদের আর একত্রে দেখা যায় না৷
এই মুহূর্তে বলিউড কাঁপাচ্ছেন শাহরুখ৷ পাঠানের পর ডঙ্কি এবং জওয়ান মুক্তি পাচ্ছে শীঘ্রই৷
অন্যদিকে হলিউডের প্রোজেক্ট নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা৷ সামলাচ্ছেন স্বামী-সন্তানও৷
...